০২ নাতাশা আর মহারাজা
কাজাস্তানের একচ্ছত্র অধিপতি মেহমুদ জারাদ তাঁর ভাইকে হটিয়ে সিংহাসন দখল করেছেন, কিন্তু সিংহাসন নিষ্কন্টক করার জন্য ভাইকে হত্যা করা দরকার আর এজন্য তাঁর দরকার কয়েকজন দক্ষ প্যারাট্রুপার কম্যান্ডো। কম্যান্ডো তাঁর আছে, কিন্তু তারা কেউ প্যারাট্রুপার নয়। মহারাজার চাই মিঃ শান্তবায়ুর মত দূর্দান্ত প্রশিক্ষকের যাতে তিনি তাঁর অভীষ্ট সিদ্ধ করতে পারেন। কিন্তু প্রশিক্ষক রাজী নন। ক্রুদ্ধ মহারাজার কোপে পড়ল নাতাশা আর ওয়াল্টারের উপর! দুজনকেই ফাঁসিয়ে বন্দী করলেন।
18th January, 2023 6:24 PM
Comments
No Comments!